Site icon Jamuna Television

সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই কারাগারে আটকে রেখেছে: আমির খসরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার রাজনৈতিকভাবে ভয় পায় বলেই কারাগারে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় সরকার তাকে মুক্তি না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, সরকার বিচার বিভাগের মতো স্বতন্ত্র একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এসময় তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য দেশবাসীর কাছে ঐক্যবদ্ধ আন্দোলনেরও আহবান জানান।

Exit mobile version