Site icon Jamuna Television

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ একজন আটক

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আহতবস্থায় একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জানায়, রোববার দুপুরে ভাইবোনছড়ায় ইউপিডিএফ এর ৪/৫ জন সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন সদর জোনের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা।

পরে ঘটনাস্থলথেকে আহতবস্থায় আটক করা হয় সুভাষ চাকমাকে। উদ্ধার করা হয় একটি শর্টগান, গুলি ও ম্যাগাজিন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুভাষ চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version