Site icon Jamuna Television

বিজেপিতে যোগ দিল কুখ্যাত দস্যু কন্যা বিদ্যা রাণী

ভারতের কট্টরপন্থী দল বিজেপিতে যোগ দিলেন একসময়কার কুখ্যাত দস্যু মৃত বীরাপ্পনের কন্যা বিদ্যা রাণী। খবর ভারতীয় গণমাধ্যন এনডিটিভি’র।

শনিবার কৃষ্ণগিরিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এই দস্যু কন্যা।

বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “আমি জাতি ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনা জনগণের জন্য তৈরি এবং আমি এই সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।”

ওই অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মুরলিধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণও উপস্থিত ছিলেন।

বিদ্যা রানী ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের প্রায় এক হাজার সদস্য বিজেপিতে যোগ দিয়েছিলেন।

উল্লেখ্য, বীরাপ্পন চন্দন পাচার দস্যুবৃত্তির কারণে ভারতীয় পুলিশের তালিকাভুক্ত ডাকাত হিসেবে কুখ্যাতি লাভ করেছিল।

Exit mobile version