মাত্র ৩৪ ঘণ্টার সফরে ভারতের পথে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ১২টা ১০) আহমেদাবাদে নামবে ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’।
এরপরই, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে থাকবে ২২ কিলোমিটার রোড শো। যা, শেষ হবে সবরমতী আশ্রমে।
দুপুর ১টা নাগাদ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা’য় অনুষ্ঠিত হবে ‘নমস্তে ট্রাম্প’ নামের অনুষ্ঠান। স্বস্ত্রীক ও কন্যাসহ মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর পাশাপাশি হবে সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সে উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গুজরাট রাজ্য।
বিকালে, তাজমহল দর্শনের কথা রয়েছে ট্রাম্পের। রওনা হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতীয়দের সাথে সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন তিনি।
মঙ্গলবার দিল্লিতে শীর্ষ বৈঠক এবং বিভিন্ন চুক্তি সই হবে। লক্ষ্য, দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও বিস্তৃত করা।

