Site icon Jamuna Television

দামেস্কে ইসরায়েলি বিমান হামলা, নিহত দুই বিদ্রোহী

সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে দুই বিদ্রোহীর। রোববার রাতের হামলায় নিহতরা সশস্ত্র গোষ্ঠি ইসলামিক জিহাদের সদস্য।

সংগঠনটির এক বিবৃতিতে নিশ্চিত করা হয় এ তথ্য। দামেস্কে হামলার কিছুক্ষণ আগে ফিলিস্তিনের গাজাতেও রকেট হামলা চালায় ইসরায়েল। তবে সেখানে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলের বিবৃতিতেও স্বীকার করা হয় দুই স্থানে হামলার খবর।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্ক বিমানবন্দরের খুব কাছেই চলে হামলা। তবে শত্রুপক্ষের বেশিরভাগ মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয় বলে দাবি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার।

Exit mobile version