Site icon Jamuna Television

আরও ১ হাজার কোটি টাকা পরিশোধে গ্রামীণফোনকে নির্দেশ

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’তে আরও এক হাজার কোটি টাকা জমা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী তিন মাসের এই টাকা মধ্যে জমা দিতে হবে।

সোমবার সকালে শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এসময় আদালত বলেন, আমরা চাই বিদেশি কোম্পানি রিস্ক ফ্রি ব্যবসা করুক। পাশাপাশি সব নিয়ম মেনে চলুক। পাশাপাশি তিন মাসের মধ্যে গ্রামীণ ফোনের ব্যবসায় কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বিটিআরসিকে আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে গতকাল বিটিআরসি’র চেয়ারম্যানের কাছে পে অর্ডারের মাধ্যমে ১ হাজার কোটি টাকা জমা দেন জিপির হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স, হোসেন সাদাত।

১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিরীক্ষা করে রাজস্ব ভাগাভাগি ও কর বাবদ কোম্পানিটির কাছে মোট ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবী করে বিটিআরসি।

Exit mobile version