Site icon Jamuna Television

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশিকে ১০ হাজার সিঙ্গাপুরি ডলার সহায়তা

সিঙ্গাপুরে কোভিড নাইন্টিন আক্রান্ত এক বাংলাদেশির পরিবারকে ১০ হাজার সিঙ্গাপুরি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির মাইগ্রেন্টস ওয়ার্কারস’ সেন্টার।

করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ বছর বয়সী ওই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তার পরিবারকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক সংগঠনটি। বাংলাদেশে বসবাসরত পরিবারের কাছে ব্যাংকের মাধ্যমে পাঠানো হবে সহায়তার অর্থ।

গত ৮ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। এবং তার শরীরে কোভিড নাইন্টিনের উপস্থিতি শনাক্ত হয়। ভাইরাস আক্রান্ত আরও ৪ বাংলাদেশির চিকিৎসা চলছে সিঙ্গাপুরে।

Exit mobile version