Site icon Jamuna Television

নরসিংদীতে ৫ হাজার ইয়াবাসহ আটক ১

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে ৫ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছ।
আজ (সোমবার) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল (২২),কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরাতন পল্লানপাড় গ্রামের জাফর উল্লাহ ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে মাধবদী থানা শীর্ষ মাদক কারবারি আতাউর রহমানের বাড়ির পাশে একটি গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় কয়েক জন পালিয়ে যায় তার মাঝে রুবেল নামে এক যুবককে আটক করা হয়।

ওসি আবু তাহের দেওয়ান জানান ,মাধবদীতে মাদকের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা করা হয়েছে।

Exit mobile version