ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন- সিএএ’র বিরোধিতায় রণক্ষেত্র দিল্লি। সোমবার, দিনভর সংঘাতে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৫ জন মারা গেছেন; আহত অর্ধ-শতাধিক।
সন্ধ্যায় আধাসামরিক বাহিনী মোতায়েন এবং ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে; স্থগিত পরীক্ষাও।
ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে রাজধানী পরিণত হয় অগ্নিগর্ভে। শহরের উত্তর-পূর্বাঞ্চলে বিক্ষোভকারীদের সাথে সহিংসতা ও অগ্নিসংযোগে জড়ায় সরকার দলীয় সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে গেলে, হতাহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সিসিটিভির ভিডিও বিশ্লেষণে, সন্দেহজনক অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়েছে। এর পেছনে, বিজেপির উসকানি রয়েছে এমন ইঙ্গিত গণমাধ্যমের।

