Site icon Jamuna Television

পি কে হালদারের সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার, বাংলাদেশ ব্যাংকের হিসাবে গরমিল : আপিল বিভাগ

পি কে হালদারের সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার বিষয়ে গণমাধ্যমে আসা তথ্যের সাথে বাংলাদেশ ব্যাংকের হিসাব মিলছে না মন্তব্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ব্রেঞ্চ এ মন্তব্য করেন। এ বিষয়ে আগামীকাল আদেশের দিন ধার্য করেন আদালত। আদালত বাংলাদেশ ব্যাংকের সব কাজের তদারকি কেন করবে বলে প্রশ্ন তোলেন আপিল বিভাগ।

ব্যাংকিং সেক্টরের সার্বিক অবস্থা নিয়ে লিখিত বক্তব্য দিতে আপিল বিভাগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না।

এসময় আদালতকে সহায়তা করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচুর পড়াশোনা করে এদের কাজ হলো পাবলিকের টাকা মেরে খাওয়া। এখন বাংলাদেশ ব্যাংক এর প্রথম কাজ হলো খতিয়ে দেখা পিকে হালদার কিভাবে দেশ ছেড়ে চলে গেল।

Exit mobile version