Site icon Jamuna Television

দেশে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই: আইইডিসিআর পরিচালক

বাংলাদেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এছাড়া সিঙ্গাপুরে আক্রান্ত ৫ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী আইইডিসিআর-এ আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

এসময় অত্যাবশ্যকীয় না হলে দেশের বাইরে না যেতে আহ্বান জানান তিনি। আর যদি যেতেই হয় তবে সচেতন থাকতে অবহিত করেন।

ফ্লোরা বলেন, দেশে এখন পর্যন্ত ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে কারো মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাস সনাক্ত হয়নি বলে।

বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগী ৭৯ হাজার ৩৩১ জন। এবং এতে আক্রান্ত হয়ে ২ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এছাড়া চীনের বাইরে ২৯টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও তথ্য দেন তিনি।

Exit mobile version