Site icon Jamuna Television

ক্রেডিট কার্ড ছাড়া সব ধরণের ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ কার্যকর করার নির্দেশ

ক্রেডিট কার্ড ছাড়া সব ধরণের ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ কার্যকর করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান ঋণেও সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। আগামী ১ এপ্রিল থেকে নতুন এই নির্দেশনার কার্যকর হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, ব্যাংক ঋণে উচ্চ সুদ বিভিন্ন ধরণের শিল্পসহ ব্যবসা ও সেবা খাতের বিকাশে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া উৎপাদিত পণ্য বাজারজাতে প্রতিযোগিতামূলক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উৎপাদকরা। উদ্যোক্তারা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এতে করে ঋণগ্রহীতারা বেশিরভাগ সময় যথাসময়ে ঋণ পরিশোধ করতে পারেন না। ফলশ্রুতিতে ব্যাংকিং খাতে ঋণ শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। যার প্রভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

এ প্রেক্ষিতে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, ঋণ পরিশোধে সক্ষমতা এবং কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Exit mobile version