Site icon Jamuna Television

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১ উইকেট

ঢাকা টেস্টে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১ উইকেট। ইনিংস পরাজয় এড়াতে নিজেদের ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত সফররতদের সংগ্রহ ৯ উইকেটে ১৮৪ রান।

এরআগে ২৮৫ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিনের খেলা শুরু করেন ওপেনার কেভিন কাসুজা আর ব্রেন্ডন টেইলর।

আগের দিনের সাথে মাত্র দুই রান যোগ করে আউট হন কাসুজা। দলীয় ৪৪ রানে ব্রেন্ডন টেইলরকে তাইজুলের হাতে তালুবন্দী করেন নাইম হাসান। এরপর ৬০ রানের জুটি গড়েন আগের ইনিংসে সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা। তবে ব্যক্তিগত ৪৩ রানে রান আউটে কাটা পড়েন আরভিন।

নাইম-তাইজুলের স্পিন ভেল্কিতে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ৫ উইকেট নেন নাইম হাসান।

এর আগে জিম্বাবুয়ের ১ম ইনিংসে করা ২৬৫ রানের জবাবে মুশফিকের অপরাজিত ২০৩ আর মুমিনুলের ১৩৫ রানে প্রথম ইনিংসে ২৯৫ রানের লিড নেয় বাংলাদেশ।

Exit mobile version