Site icon Jamuna Television

বিয়ে নিয়ে এত হইচই করার কিছু নেই: তাহসান

বিয়ে নিয়ে এত গুঞ্জন উপভোগ করছেন না জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে তার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এসবের বদলে বরং কাজ দিয়ে আলোচনায় থাকতে চান তিনি। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে মজার কোনো ঘটনা ঘটলে নিজেই তা জানাবেন।

তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের অনুমান নির্ভর সংবাদে কিছুটা বিরক্তিই যেন ঝরেছে তাহসানের কণ্ঠে। একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সেটি প্রকাশও করলেন, গত কয়েক বছর অনেক সংবাদ দেখেছি এবং মৌন থেকেছি। সেটাই শান্তির চাবিকাঠি। গান, অভিনয় ও কাজ নিয়ে বেঁচে থাকতে চাই। ব্যক্তিগত জীবনের গল্পগুজব দিয়ে সাময়িক পাবলিসিটি আমার প্রয়োজন নেই। আমার বয়স ৪০ বছর। অনেক কাজ করার বাকি। এই বয়সে যে এত কাজ করেছি, সেসব নিয়ে আলোচনা করলে ভালো লাগবে।

তাহসান মনে করেন, বিয়ের বিষয়টি একান্তই ব্যক্তিগত ব্যাপার। বলেন, যখন হবে তখন জানাবো। আমার মতো আমি থাকতে চাই। কখনো যদি বিয়ে করি, সেই সুখবর নিজেই জানাব। এটা নিয়ে এত হইচই করার কিছু নেই।

এখন জাপান সফরে আছেন তাহসান। সে সফরের অভিজ্ঞতার কথাই বরং ভক্তদের সামনে তুলে ধরতে মুখিয়ে আছেন তিনি।

Exit mobile version