Site icon Jamuna Television

খুলনা কাস্টমসের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীকে জেল হাজতে প্রেরণ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনার সাবেক কাস্টমস কর্মকর্তা জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সকালে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের দুদকের পিপি খন্দকার মজিবর রহমান জানান, ২০১৬ সালে জিল্লুর রহমান খান ও তার স্ত্রী মমতাজ খানের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে এই দম্পতির প্রায় ১৬ লাখ ১৪ হাজার ৬৫০ টাকার অবৈধ উপায়ে অর্জিত সম্পদের তথ্য পাওয়া যায়। পরে দুদক খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের বাদি হয়ে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।

২০১৯ সালের ৩ অক্টোবর আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। জিল্লুর রহমান খান খুলনার কাস্টমস হাউসের অ্যাপাইজার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

Exit mobile version