Site icon Jamuna Television

তিন দিন ধরে নিখোঁজ চার কলেজছাত্রী

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চার কলেজ ছাত্রী তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেছে ছাত্রীদের পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি শনিবার বাড়ি থেকে কোচিং করার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি তারা। গতকাল ফুলপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

নিখোঁজ কলেজছাত্রীরা হলেন, ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামের মিজানুর রহমানের দুই কন্যা আফসানা খাতুন (২১) ও সুমাইয়া খাতুন (১৩), তার ভাতিজি কলেজ পড়ুয়া শিক্ষার্থী সানজিদা খাতুন (১৯) এবং তাদের প্রতিবেশি নিজামউদ্দিনের কলেজ পড়ুয়া কন্যা মিফতাহুল জান্নাত ইশাত (২০)। এদের তিনজন স্থানীয় ফুলপুর ডিগ্রী কলেজের ছাত্রী। আর সুমাইয়া ‘বাট্টা কওমি মাদ্রাসা’র শিক্ষার্থী।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। তারা কোনো কারণে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

Exit mobile version