Site icon Jamuna Television

মুমিনুলের ‘ঝাড়ি’ থেকে রেহাই পাননা মুশফিক-তামিমরাও

দেশের নতুন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বয়সে অনেকের চেয়ে কম। কিন্তু বয়স কম হলেও নেতৃত্ব পেয়ে রীতিমতো দাপট দেখাচ্ছেন বাংলাদেশি এ লিটল মাস্টার। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবি বাংলাদেশি অধিনায়কের দলের ওপর কতটুকু কর্তৃত্ব রাখতে পারেন সেটি দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে মুমিনুল হককে আঙুল দিয়ে এক সঙ্গে নির্দেশনা দিচ্ছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন আর স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি।

মুমিনুল হক বলেন, এটা এমন কোনো ব্যাপার ছিল না। আমি জানি না ছবিটা কে তুলেছে, তবে ভালো তুলেছে। তেমন কিছু ছিল না আসলে। এখানে ছোট একটা বার্তা ছিল যে এই বোলার এ পাশ থেকে বোলিং করবে। তার জন্য ফিল্ডার এ পাশে থাকবে। সিদ্ধান্তটা নিয়ে সবাই একমত ছিল। সেভাবে করা হয়েছে। আর এমনভাবে ছবিটা তোলা হয়েছে, যেন আমার ওপর সবার কড়া নজর থাকে!

Exit mobile version