Site icon Jamuna Television

পি কে হালদারসহ ২০ জনের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আপিলেও বহাল

পি কে হালদারসহ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এর সঙ্গে যুক্ত ২০ জনের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ করার ওপর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সকালে প্রধান বিচারপতি এই আদেশ দেন। একইসাথে ঋণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও জড়িত ২০ জনের সম্পদের হিসাব আগামী ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

আদালত বলেন, জড়িতদের কেউ যেনো দেশত্যাগ না করতে পারেন সেদিকেও নজর রাখতে হবে। প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পি কে হালদার। কোম্পানিটির সাত বিনিয়োগকারীর টাকা ফেরত-সংক্রান্ত এক আবেদনের বিষয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

Exit mobile version