Site icon Jamuna Television

বইমেলায় নিষিদ্ধ করা হলো ‘দিয়া আরেফিন’র নানীর বাণী’

দিয়ার্ষি আরাগের লেখা সৃষ্টিঘর প্রকাশনী থেকে প্রকাশিত ‘দিয়া আরেফিন’র নানীর বাণী” নামে বইটি বইমেলা থেকে নিষিদ্ধ করেছে হাইকোর্ট। বিচারপতি ইনায়েতুর রহিম এর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ বুধবার সকালে এ আদেশ দেন। ধর্মীয় অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা আঘাতের অভিযোগের কারণে এই আদেশ দেয়া হয়।

বইটি বিক্রি ও প্রকাশনা বন্ধে ঢাকা, নারায়ণগঞ্জের এসপি ও বাংলা একাডেমি মহাপরিচালক কে আইনানুগ ব্যবস্থা নেয়ার আদেশ দেন আদালত।

বইটি নিষিদ্ধের জন্য আদালতে আবেদন করেন আইনজীবী মোঃ আজাহার উল্লাহ ভূইয়া।

Exit mobile version