Site icon Jamuna Television

অভিনেতা সিদ্দিকের সন্তান থাকবে মায়ের কাছে: হাইকোর্ট

অভিনেতা সিদ্দিকুর রহমানের সন্তান থাকবে তার মায়ের (সিদ্দিকের সাবেক স্ত্রী) কাছে। সপ্তাহে দুই দিন তিনি সন্তানের সাথে দেখা করতে পারবেন। এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের অক্টোবরে অভিনেতা সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী মারিয়া মিমের মধ্যে বিচ্ছেদ হয়। সে সময় পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আনেন তারা। বিচ্ছেদ পরে দেখা দেয় নতুন সংকট। তাদের একমাত্র পুত্র আরশ কার কাছে থাকবে সেটি নিয়ে দু’জনের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। বিষয়টি আদালতের পর্যন্ত গড়ায়। আদালত রায় দিয়েছেন, বাচ্চা মায়ের কাছেই থাকবে। আর সন্তানের সাথে বাবা প্রতি সপ্তাহে দু’বার নির্দিষ্ট সময়ে দেখা করতে পারবেন।

২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালে তারা আরশ হোসেন নামে এক পুত্রের বাবা-মা হন।

Exit mobile version