Site icon Jamuna Television

শেখ হাসিনার দলে অপরাধীরা ছাড় পায় না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের -ফাইল ছবি

শেখ হাসিনার দলে অপরাধীরা ছাড় পায় না, পাপিয়ার মতো অপরাধীদের বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে জাতীয় জাদুঘরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, পাপিয়ার মতো অপরাধী আগে থেকেই ছিলো, তবে একমাত্র শেখ হাসিনাই তাদের গ্রেফতার করেছে।

ওবায়দুল কাদের বলেন, পিলখানা হত্যার বিচার সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত, এই বিষয়ে নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version