Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে গর্ভবতী ছাগলকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

এবার গর্ভবতী ছাগলকে ধর্ষণ করার অভিযোগ উঠলো পশ্চিমবঙ্গের এক যুবকের বিরুদ্ধে। খবর এনডিটিভি’র।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনার সাহাপুরে। ছাগলটির মালিক ভোম্বল মান্ডি জানান, ছাগলটিকে মাঠে বেধে রাখা অবস্থায় কৃষ্ণ হালদার নামে এক যুবক মাতাল অবস্থায় ছাগলটিকে ধর্ষণ করে।

এনডিটিভি জানায়, এ ঘটনা ঘটানোর সময় স্থানীয় লোকজন দেখে ফেললে তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।

এরপর পুলিশ তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Exit mobile version