Site icon Jamuna Television

১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় সুদের হার আগের মতো থাকবে: অর্থমন্ত্রী

অটোমেশনের শর্তে আগামী ১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের ১১.২ শতাংশে ফিরিয়ে নেয়া হবে। প্রথমে জেলা পর্যায়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

আজ বুধবার বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি আশ্বাস দেন।

অর্থমন্ত্রী বলেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের কথা বিবেচনা করে সঞ্চয়পত্রে সুদের হার বেশি করা হয়েছিলো। কিন্তু কিছু ধনী ব্যক্তি এর সুযোগ নিয়ে সঞ্চয়পত্র ও ডাকঘর স্কিমে বিনিয়োগ করায় এর উদ্দেশ্য ব্যহত হয়। তাই ডাকঘরে সঞ্চয় কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে।

আগামী ১৭ মার্চের মধ্যে অটোমেশন হয়ে যাবে বলে আশাবাদ জানান অর্থমন্ত্রী। এর পরপরই ডাকঘর স্কিমের সুদের হার ৬ থেকে আবার ১১.২ শতাংশে ফিরিয়ে নেয়া হবে। এছাড়া এদিন অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ১ হাজার ৩২৯ কোটি টাকা ব্যয়ে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার ক্রয়সহ বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে।

Exit mobile version