Site icon Jamuna Television

ব্যাংক বন্ধ হলে ১৮০ দিনে ১ লাখ, পরে সম্পত্তি বিক্রি করে বাকী আনুপাতিক টাকা পাবে গ্রাহক

ব্যাংক আর্থিক আবসায়ন হলে ১৮০ দিনের মধ্যে আমানতকারীদের মধ্যে এক লাখ টাকা দেয়া হবে। বাকী অর্থ প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে আনুপাতিক হারে গ্রাকেরর টাকা পরিশোধ করা হবে।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আমানতের সুরক্ষা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তী তৈরি হয়েছে। অনেকে ধারণা করছেন যত টাকাই থাকুক ব্যাংক বন্ধ হলে এক লাখ টাকা পাবেন। এটি সঠিক নয়। আমানতকারীদের ৯২ শতাংশই বীমা দ্বারা সুরক্ষিত। সেখান থেকে গ্রাহকের এক লাখ করে টাকা দেয়া হবে। আর ব্যাংক কোম্পানি আইনে সম্পদ বিক্রি করে বাকি টাকা দেয়া হবে। তবে বাংলাদেশে কোন ব্যাংক বন্ধ হয়নি। এটি হবার আশঙ্কাও নেই বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

Exit mobile version