Site icon Jamuna Television

পাকিস্তানে সংখ্যালঘুদের উপর হামলা হলেই কঠোর ব্যবস্থা: ইমরান খান

সম্প্রতি সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে মুসলিমদের উপর হামলার জেরে পাকিস্তানে কোন সংখ্যালঘু বা তাদের উপাসনালয়ে হামলা হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমি আমাদের নাগরিকদের সতর্ক করে দিতে চাই যে, আমাদের সংখ্যালঘু নাগরিক বা তাদের উপাসনালয়ের উপর যে কোন হামলাচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে। আমাদের সংখ্যালঘুরা অন্যান্যদের মতোই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করে।

Exit mobile version