Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় সাময়িকভাবে ওমরাহ বন্ধ ঘোষণা সৌদি আরবের

করোনাভাইরাস মোকাবেলায় সাময়িকভাবে ওমরাহ হজ স্থগিত করেছে সৌদি আরব। আজ এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানানো হয়েছে, ওমরাহ হজের উদ্দেশ্যে সৌদি ভ্রমণে স্থগিতাদেশের পাশাপাশি মদিনায় বন্ধ থাকবে, পবিত্র মসজিদে নববী পরিদর্শনও। কোভিড নাইনটিন ছড়িয়েছে এমন দেশগুলোর নাগরিকদের আপাতত নতুন করে ট্যুরিস্ট ভিসাও দেবে না সৌদি সরকার। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সম্প্রতি ইরানে ব্যাপক হারে সংক্রমিত হয়েছে কোভিড নাইনটিন। দেশটি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে প্রতিবেশি কাতার ও কুয়েত।

Exit mobile version