Site icon Jamuna Television

ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইটে উহান থেকে দিল্লিতে ২৩ বাংলাদেশি

উহানে আটকে পড়া ২৩ বাংলাদেশি আজ ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে পৌঁছেছেন দিল্লিতে। শহরটি থেকে কিছুটা দূরে আগামী দু’সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

চীনের হুবেই প্রদেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে যায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট। সেটিতে করেই, বৃহস্পতিবার সকালে ভারতের বিমানবন্দরে নামেন উহানে এতদিন আটকে থাকা ১১২ জন। এদের মধ্যে ৭৬ জন ভারতীয়। বাকিদের ২৩ জন বাংলাদেশি, ৬ জন চীনা, মিয়ানমার ও মালদ্বীপের দু’জন করে নাগরিক এবং যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মাদাগাস্কারের ৩ জন। উহান থেকে ফিরিয়ে আনা সবাইকে আপাতত দিল্লি থেকে কিছুটা দূরের একটি চিকিৎসা সেবাকেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। দু’সপ্তাহ পরে, পাঠানো হবে নিজ নিজ দেশে।

এদিকে, আজই জাপানের প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেসে’ থাকা ১১৯ ভারতীয়কে দিল্লিতে আনা হয়েছে। তাদেরও রাখা হবে কোয়ারেন্টাইনে।

Exit mobile version