Site icon Jamuna Television

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলোপমেন্ট বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন দ্বিতীয় দিনে গড়িয়েছে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ১১ শিক্ষার্থী।

অসুস্থ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। বিভাগের নাম ফলিত পরিসংখ্যান করার দাবিতে গতকাল সকাল থেকে একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন ছাত্র-ছাত্রীরা। তারা বলছেন, বিভাগ প্রতিষ্ঠার পর, ২৪ বছর পেরিয়ে গেলেও পিএসসিতে বিষয়কোড অর্ন্তভুক্ত হয়নি। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’সহ বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা থেকেও বঞ্চিত হতে হচ্ছে।

Exit mobile version