Site icon Jamuna Television

এবছর বেসরকারিভাবে হজে যেতে লাগবে তিন লাখ ১৭ হাজার

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ ও ইকোনমি নামে ২টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সাধারণ প্যাকেজে কোরবানি ছাড়া খরচ ধরা হয়েছে তিন লাখ ৬১ হাজার ৮০০ টাকা। ইকোনমি প্যাকেজের খরচ পড়বে তিন লাখ ১৭ হাজার টাকার।

সকালে রাজধানীর একটি হোটেলে হজের এ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের সভাপতি শাহাদাত হোসেন তছলিম।

তিনি বলেন, এর বাইরেও প্রত্যেক এজেন্সি স্ব স্ব স্পেশাল প্যাকেজ রাখতে পারবেন। হজ যাত্রীদের ৩০ মার্চের মধ্যে বেসরকারি প্যাকেজের সব টাকা পরিশোধ করতে হবে। আর ২ মার্চ থেকে শুরু হওয়া নিবন্ধনের সময় অগ্রিম এক লাখ ৫১ হাজার টাকা দিতে হবে। নিবন্ধন কার্যক্রম ১৫ মার্চ পর্যন্ত চলবে।

করোনাভাইরাসের কারণে সৌদি কর্তৃপক্ষের ওমরাহ বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে দেশের হজ এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে জানান হাব সভাপতি।

Exit mobile version