Site icon Jamuna Television

হাতিরঝিলে শিপন হত্যাকাণ্ডে ৩ জনকে গ্রেফতার

ছবি: প্রতীকী

হাতিরঝিল থানায় শিপন হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গতকাল রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের দেয়া তথ্য মতে, শিপনকে হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আজাদ, সুজন ও ইব্রাহীম। এরআগে গত রোববার রাত ১১টার দিকে শিপন ও তার বন্ধু মানিক হাতিরঝিলে ঘুরতে গেলে তাদের ওপর হামলা চালায় তারা। আসামি আজাদ শিপনের পেটে চাকু দিয়ে জখম করে। পরে মানিক বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসলে সুজন মানিককে চাকু দিয়ে জখম করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বউ বাজার ও মধুবাগ এলাকার ছেলেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে শিপনকে হত্যা করা হয়।

Exit mobile version