Site icon Jamuna Television

এম‌পির পিএ’র নেতৃ‌ত্বে ঘের দখলের চেষ্টা, মা‌লিকের তিন পুত্রকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি:

মা‌ছের ঘের দখল কর‌তে গি‌য়ে ঘের মা‌লিকের তিন পুত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পটুয়াখালী-৪ আসনের এমপির পিএ তরিকুলের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্প‌তিবার সন্ধ্যা ৭টার দি‌কে পটুয়াখালীর কলাপাড়া উপ‌জেলার ধুলারসর ইউ‌নিয়‌নের চাপ‌লি এলাকার কাউয়ারচ‌রে এ ঘটনা ঘ‌টে‌। এতে গুরুতর আহত হয়েছেন, ঘের মালিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমানের তিন পুত্র নুর বাহাদুর, তার দুই ভাই সো‌হেল ও জু‌য়েল।

সো‌হেল জানান, ওই এলাকায় প্রায় ৩০ একর জ‌মির উপর মাছ ও কাঁকড়া চা‌ষের জন্য ঘের তৈ‌রি ক‌রে নিয়‌মিত চাষ ক‌রে আস‌ছিলেন তারা। কিছু‌দিন আগে স্থানীয় এম‌পি মু‌হিবুর রহমান মুহিবের পিএ ত‌রিকুল ও তার সাঙ্গপাঙ্গরা ওই ঘের ‌থে‌কে মাছ ও কাঁকড়া লুট ক‌রে ‌নি‌য়ে যায়। প‌রেরদিন গোটা ঘের দখ‌ল কর‌তে গে‌লে আহতরা বাধা দি‌লে পু‌লিশের হস্ত‌ক্ষে‌পে তা থে‌মে যায়। প‌রে পু‌লিশ তদন্ত ক‌রে মালিকপক্ষের অনুকূলে প্র‌তি‌বেদন দি‌লে মা‌লিকরা বৃহস্পতিবার বিকা‌লে মাছের পোনা ছাড়ার জন্য শ্র‌মিক নি‌য়ে কাজ কর‌তে যায়। ‌

সো‌হেল জানায়, সন্ধ্যা ৭টার দি‌কে পিএ ত‌রিকুলসহ প্রায় ৩০ জ‌নের একদল সশস্ত্র যুবক আচমকা তার বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুর বাহাদুরের ওপর চড়াও হয়। এসময় রামদা দা ও ব‌টি দি‌য়ে বাহাদুরকে কোপাতে শুরু করে তারা। বাধা দিতে গেলে সো‌হেল ও জু‌য়েল‌ হামলার শিকার হন। ধারালো অ‌স্ত্রের আঘা‌তে তাদের চাচা হেলালও আহত হ‌য়ে‌ছেন।

সো‌হেল আ‌রো জানান, আহত অবস্থায় নুর বাহাদুরকে কলাপাড়া হাসপাতা‌লে নেয়ার প‌থে দ্বিতীয় দফা হামলা চালা‌নো হয়। প‌রে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে অবস্থার অবন‌তি হ‌লে আশঙ্কাজনক অবস্থায় তা‌দের‌কে ব‌রিশালে পাঠা‌নো হয়।

ত‌বে অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রেছেন ত‌রিকুল। তি‌নি জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। আজ সন্ধ্যায় ঢাকা থে‌কে কলাপাড়া গেছেন তিনি।

ম‌হিপুর থানার ও‌সি তদন্ত মাহবুবুর রহমান জানান, ঘটনা শু‌নে তাৎক্ষ‌ণিকভা‌বে সেখা‌নে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। পু‌লিশ গি‌য়ে জান‌তে পা‌রে সেখা‌নে তিন-চারজন রক্তাক্ত জখম হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে থানায় অ‌ভি‌যোগ দি‌লে পরব‌র্তী প্র‌য়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Exit mobile version