Site icon Jamuna Television

ওমরাহ টিকিটের টাকা ফেরত নিতে পারবেন যাত্রীরা

সৌদি আরবে ওমরাহ ও পর্যটন ভিসায় যারা টিকিট কেটেছেন তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন। অথবা সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই টিকিটে ওমরাহ করতে পারবেন বাংলাদেশি যাত্রীরা।

এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। করোনাভাইরাস আতঙ্কে সৌদি সরকার হঠাৎ করে ওমরাহ ও পর্যটক ভিসা স্থগিত করায় এমন পরিস্থিতি তৈরী হয়েছে। সৌদির এমন সিদ্ধান্তে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে যান অনেক ওমরাহ যাত্রী। বিমান জানিয়েছে, নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত ওমরাহ পালন এবং পর্যটন ভিসায় কেউ সৌদি আরব যেতে পারবেন না।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে, এ নিষেধাজ্ঞার কারণে ক্ষতি হবে ৪০ থেকে ৫০ কোটি টাকা। ভিসা, হোটেল, বিমান টিকিটের টাকা পরিশোধের পরও ওমরাহ পালন করতে পারছেন না অন্তত ১০ হাজার বাংলাদেশি।

Exit mobile version