Site icon Jamuna Television

সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে: রিজভী

লুটেরা সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা ১১টায় পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণের কথা চিন্তা করে না বলে দফায় দফায় সব কিছুর দাম বাড়ছে। সরকারের দুশাসনে এখন পর্যন্ত ৯ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ও ন্যায় বিচারের পথ বন্ধ হয়ে গেলে জনগণ পথে নেমে আসবে। তাই সরকারকে সতর্ক হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Exit mobile version