Site icon Jamuna Television

র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগুলেন মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ডাবল-সেঞ্চুরি করে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগুলেন মুশফিকুর রহিম। তাঁর অবস্থান এখন ২০ নাম্বারে।

মুশফিকের রেটিং পয়েন্ট ৬৫৫। পাঁচ ধাপ এগিয়েছেন মুমিনুল হকও। বাংলাদেশ অধিনায়ক উঠে এসেছেন ৩৯ নাম্বারে। উত্তরণ হয়েছে ঢাকা টেস্টে ৭১ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্তরও। ১১ ধাপ উঠে ১০৪ নাম্বারে- বাঁহাতি এই ব্যাটসম্যান। ঢাকা টেস্টে দুর্দান্ত বোলিং করা নাঈম হাসান এগিয়েছেন ২৯ ধাপ। উঠে এসেছেন ৩৮-তম স্থানে। ১১ ধাপ উত্তরণ হয়েছে পেসার আবু জায়েদ রাহিরও। তাঁর অবস্থান ৪৬ নাম্বারে।

আর র‍্যাঙ্কিংয়ের সেরা অবস্থান হারিয়েছেন ভিরাট কোহলি। ওয়েলিংটন টেস্টে দু’ ইনিংস মিলে করেছেন ২১ রান, যেকারণে স্টিভেন স্মিথের কাছে দীর্ঘ সময় পর হারিয়েছেন শীর্ষস্থান। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক এনিয়ে অষ্টমবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন।

Exit mobile version