Site icon Jamuna Television

ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ, মাদরাসায় আগুন দেয়ার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে সমমনা ইসলামী দলগুলো।

এর আগে জুমার নামাজ শেষে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। এতে বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদী সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানমানদের বাড়ি ঘরে আগুন দিয়ে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

ভারতে হিন্দু উগ্রবাদীদের নির্যাতনে এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন।

Exit mobile version