Site icon Jamuna Television

দেশের চিকিৎসা সেবার ওপর খালেদা জিয়ার আস্থা নেই: চিফ হুইপ

দেশের চিকিৎসা সেবার ওপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

সকালে মাদারীপুরের শিবচরে মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তিনি যদি দেশিয় চিকিৎসা সেবায় আস্থা রাখতে না পারেন, তাহলে ভোটাররা কিভাবে আস্থা রাখবে। এসময় দেশের চিকিৎসকদের উৎসাহিত করতে রাজনীতিবিদদের আহ্বান জানান জাতীয় সংসদের চিফ হুইপ। দিনব্যাপী কার্যক্রমে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।

Exit mobile version