Site icon Jamuna Television

ভারতে সহিংসতা আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায়: মির্জা ফখরুল

ভারতে সহিংসতা আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে কক্সবাজারের রামুতে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শেষকৃত্যানুষ্ঠানে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারত বহুত্ববাদের রাজনীতি থেকে সরে ধর্মান্ধতার দিকে যেতে শুরু করেছে। যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যা সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আদালতে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Exit mobile version