Site icon Jamuna Television

প্রাইভেট পড়ানো শেষে ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের রাজৈরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শুধাংশু কুমার হীরা (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঐ স্কুল ছাত্রীর স্বজন ও এলাকাবাসী। ঘটনাটি শুক্রবার সকালে জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শুধাংশু কুমার হীরা অন্যান্য দিনের মত শুক্রবার ছুটির দিনেও শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিল। ছুটির দিন হওয়ায় ৬ষ্ঠ শ্রেণির মাত্র ২ জন ছাত্রী পড়তে এসেছিল। পড়া শেষে একজনকে ছুটি দিয়ে কৌশলে আরেকজনকে আটকে রাখে। তারপর ঐ ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনা স্কুল ছাত্রীটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। এরপর তার মা বিষয়টি অন্যান্য অভিভাবকদের জানালে তারা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করে। এরপর এলাকাবাসী একজোট হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্কুল সংলগ্ন কবিরাজপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

এ ব্যাপারে অভিযুক্তের ছেলে আকাশ হীরা জানান, প্রাইভেট পড়ানো নিয়ে দ্বন্দ্বের কারণে একটি মহল আমার বাবাকে নিয়ে এইসব অপপ্রচার চালাচ্ছে।

মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালেয়র ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে শ্লীলতাহানি ঘটায় ঐ স্কুলেরই শরীরচর্চা শিক্ষক শুধাংশু কুমার হীরা। অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, প্রাথমিকভাবে এক শিক্ষককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ছাড়াও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version