Site icon Jamuna Television

চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েন নয়: নির্বাচন কমিশনার

সাধারণ ছুটি ঘোষণা না করেই ঢাকা-১০ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ করা যায় কিনা সে বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

চট্টগ্রামে সাংবাদিকদের তিনি আরও জানান, ভোটের দিন সীমিত পরিসরে যান চলাচলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। অন্য স্থানীয় সরকার নির্বাচনের মতো চট্টগ্রাম সিটিতেও সেনা মোতায়েন করা হবে না বলে জানান, রফিকুল ইসলাম।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে বৈঠকে বিভিন্ন দিক নির্দেশনা দেন, তিনি।

Exit mobile version