Site icon Jamuna Television

তুরস্কের হামলায় ৩০৯ সিরীয় সৈন্য নিহত: তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী

সিরিয়ার ইদলিবে তুর্কি সেনাবাহিনীর চলমান অভিযানে ৩০৯ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে বল জানায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক’র।

শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হুলুসি আকার জনান, তুরস্কের সেনাঘাটির উপর আসাদ বাহিনীর হামলায় তুর্কি সেনা নিহত হওয়ার প্রতিবাদে এ সেনা অভিযান পরিচালনা করা হয়।

এরআগে, বৃহস্পতিবার তুর্কি ঘাটির ‍উপর আসাদ বাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত ও অনেকে আহত হয়।

Exit mobile version