Site icon Jamuna Television

করোনাভাইরাসের সংক্রান্ত বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন সরাবে ফেসবুক

করোনাভাইরাসের সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন সরিয়ে দেবে ফেসবুক। বুধবার ফেসবুকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, বিশেষত যেসব বিজ্ঞাপনে বলছে যে ফেস মাস্ক ব্যবহার করলে এই ভাইরাস থেকে শতভাগ নিরাপদে থাকা যাবে এমন সব বিজ্ঞাপনকে তারা সরিয়ে দিচ্ছে।

এরআগে, টিকটক ও পিন্টারেস্ট জানায় ভাইরাস সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট তারা সরিয়ে দেবে।

প্রসঙ্গত, ধারণা করা হচ্ছে ভাইরাসটি গত বছর চীনের উহান প্রদেশ থেকে উৎপত্তি হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৭০০ এর বেশি লোক মারা গেছে।

Exit mobile version