Site icon Jamuna Television

দিল্লি সহিংসতার কারণে ‘৭১ সাল থেকে চলমান সম্পর্ক বিসর্জন দেয়া যায় না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের -ফাইল ছবি

দিল্লিতে চলমান সহিংসতা ও সমস্যার কারনে ১৯৭১ সাল থেকে তাদের সাথে যে সম্পর্ক তা বিজর্সন দেয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দিল্লির চলমান সমস্যার কারনে ১৯৭১ সাল থেকে তাদের সাথে যে সম্পর্ক তা বিজর্সন দেয়া যায় না।

ভারতের দিল্লিতে চলা সহিংসতাকে অভ্যন্তরীণ সমস্যা জানিয়ে তা দ্রুত সমাধানের আহব্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরপুলে আয়োজিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান।

তিনি বলেন,
ভারতকে এই সংকট না বাড়ানোরও আহ্বান জানান তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধির ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছানোর জন্য দাম বৃদ্ধি করা হয়েছে। সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সাময়িক একটু মূল্য বৃদ্ধি জনগন মেনে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Exit mobile version