মৌলভীবাজার সদরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। ভোরে কাগাবালার বোরোতল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, গ্রামের আব্দুল খালেকের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ডাকাতদলের পিছু নেয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত বুলুর মৃত্যু হয়। নিহত বুলুর বাড়ি সিলেটের ওসমানী নগরে। ঘটনাস্থল থেকে ডাকাতির মালামলসহ দেশিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

