Site icon Jamuna Television

সরকার কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না: ফখরুল

বিএনপিকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। দিচ্ছে না কোনো কর্মসূচি পালন করতে। এমন অভিযোগ করেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে নয়াপল্টন কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

খালেদা জিয়াকে জামিন না দেয়ার প্রতিবাদ আজ বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলো বিএনপি। কিন্তু, পুলিশ সেটা পালন করতে দেয়নি।

মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। জনগণকে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। এসময় কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক ছেড়ে দিতে পুলিশের প্রতি আহ্বান মির্জা ফখরুল।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে আসবেন। যার কারণে নাশকতা ঠেকাতে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা।

Exit mobile version