Site icon Jamuna Television

চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় মামলা

চট্টগ্রামের ষোলশহরে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গত রাতে বিস্ফোরক আইনে পাঁচলাইশ থানায় মামলাটি করেছে পুলিশ। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে, এখনও গ্রেফতার হয়নি কেউ।

এদিকে, এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে, পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত চলছে। শুক্রবার রাতে ষোলশহরের ২ নম্বর গেটে পুলিশ বক্সে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই কনস্টেবলসহ তিনজন আহত হয়।

Exit mobile version