Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিং নিলেন মাশরাফী

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে টস জিতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, সিলেটের এই উইকেট খুব ভালো। স্পোর্টিং উইকেটের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

ম্যাচের আগে গতকাল শনিবার দিনভর আলোচনা ছিল মাশরাফির বিদায় নিয়ে। এ বিষয়ে একের পর এক প্রশ্নে শেষ পর্যন্ত অনাকাঙ্খিত ঘটনাও ঘটে। মেজাজ হারান মাশরাফী। তবে, খেলার মাঠে এসবের প্রভাব পড়বে না এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

গত ১০ বছরে কোনো ওয়ানডে জেতেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে জিতেছে ২০১০ সালের ১ ডিসেম্বর। সেবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ রানে জিতেছিল জিম্বাবুয়ে। এরপর টানা ১৬ ওয়ানডেতে হেরেছে জিম্বাবুয়ে। হারের ব্যবধানগুলোও বেশ বড়। সিলেটেও নিশ্চয় সহজ জয়ই প্রত্যাশা করছেন টাইগারপ্রেমীরা।

Exit mobile version