Site icon Jamuna Television

ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে ৩২২ রানের বিশাল র্টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে। দলীয় ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা।

ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে যায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ের ওপেনার তিনেশে কামুনহুকওয়ের উইকেট তুলে নেন সাইফ। তার বলে বোল্ড হয়ে ফেরেন জিম্বাবুয়ের এ ওপেনার। ১.৪ ওভারে ১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

দলীয় ২৩ রানে সাইফউদ্দিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রেগিস চাকাভা। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের অধিনায়ক চামু বিবাভাকে ক্যাচ তুলতে বাধ্য করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। চিবাভার বিদায়ে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।

ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হাল ধরতে পারেননি জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। ইনিংসের ১৪-তম আর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টেলরের উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৪৪ রানে ৪ উইকেট হারানো দলকে সম্মানজনক স্কোরের দিকে নেয়ার চেষ্টা করেন মাধেভেরে আর সিকান্দার রাজা। কিন্তু ২৩-তম ওভারে রাজাকে মাহমুদউল্লাহর তালুবন্দি করেন মোস্তাফিজ। দুই ওভার পরই একমাত্র প্রতিরোধ গড়া মাধেভেরেকেও তুলে নেন মিরাজ। তাকে তালুবন্দি করেন মাশরাফী।

Exit mobile version