Site icon Jamuna Television

সিরিয়ায় আসাদের দুই যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে তুরস্ক

সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুইটি সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ খবর জানায়। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে বলা হয়, আমাদের বিমানে হামলার পরেই আসাদ সরকারের দুটি সুখোই যুদ্ধবিমান-২৪ ভূপাতিত করা হয়েছে।

এতে আরও যোগ করা হয়, একটি বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা যা তুর্কি সশস্ত্র ড্রোনটি নিচে নামিয়েছিল এবং দুটি অন্য বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার তুর্কি সেনাদের ওপর ধ্বংসাত্মক হামলার পরে আঙ্কারা রোববার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড শুরু করার ঘোষণা দিয়েছে।ওই হামলায় তুরস্কের ৩৪ জন নিহত এবং কয়েক ডজন সেনা সদস্য আহত হয়েছেন।

Exit mobile version