Site icon Jamuna Television

ম‌হিপুর প্রেসক্লাবের সভাপ‌তির ওপর হামলা, মামলা দা‌য়ের

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর ম‌হিপুর প্রেসক্লাব সভাপ‌তি ও জি‌টি‌ভির কুয়াকাটা প্রতিনিধি ম‌নিরুল ইসলাম’র ওপর হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে নেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় মহিপুরের আমবাগান এলাকায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে‌। ওই‌ দিন রা‌তেই আহত ম‌নির বাদী হ‌য়ে ম‌হিপুর থানায় এক‌টি মামলা দা‌য়ের করে‌ছেন।

পূর্ব শত্রুতার জে‌রে কলাপড়া উপজেলা আওয়ামী লীগ থে‌কে বহিষ্কৃত মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মালেক আকনের ছে‌লে মহিপুর থানা শ্রমিক লীগের বহিষ্কৃত সভাপতি সোহাগ আকনসহ তার পোষ্য কালা বাহিনী এ হামলা চালিয়ে‌ছে বলে আহত ম‌নির ও মামলার এজাহা‌রে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

মামলা‌য়ে বলা হয়, এসময় সন্ত্রাসীদের হামলায়ে আহত হয়ে‌ছে সাংবাদিক মনিরের ছে‌লে শিহাব (১৭) ও তার ব্যবসার পরিচালক মনির খান। ছিনিয়ে নেয়া হ‌য়ে‌ছে স্মার্ট ফোন ও ভিডিও ক্যামেরা।

মনির‌কে গুরুতর আহতাবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকল কলে‌জ হাসপাতালে প্রেরণ করা হয়ে‌ছে।

এবিষয় সোহা‌গ আকন তার উপর আনীত সকল অভিযোগ অস্বীকার করে‌ছে।

অপর‌দি‌কে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, অভিযোগ পে‌য়ে‌ছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

Exit mobile version