Site icon Jamuna Television

ছাত্রীকে লাঞ্ছিত করায় চবি শিক্ষার্থীর কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীকে শারীরিক লাঞ্ছিত করার দায়ে এক ছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। অভিযুক্ত প্রবীর ঘোষ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, নিজ বিভাগের র‍্যাগ ডে উদযাপন শেষে বাড়িতে ফিরছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। এসময় তার পথ আগলে প্রবীর ঘোষ বিভিন্ন অশালীন কথা-বার্তার মাধ্যমে হেনস্তা করে ওই ছাত্রীকে। এক পর্যায়ে সে পেছন থেকে এসে ওই ছাত্রীর মুখে রং লাগিয়ে দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় ওই ছাত্রীর সহপাঠীরা প্রবীর ঘোষকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে হাটহাজারী থানায় প্রেরণ কর। পরে ওই ছাত্রের অপরাধের সত্যতা পাওয়ায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে চবি প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, এক মেয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠিয়ে দিয়েছি।

Exit mobile version